ঢাকা: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। রোববার (১১ জানুয়ারি) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৭৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
একিউআই সূচক অনুযায়ী, ২৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। তৃতীয় স্থানে ভারতের দিল্লি, যার স্কোর ২১১। চতুর্থ স্থানে রয়েছে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চ্যাংডু (২০৪) এবং পঞ্চম স্থানে ভিয়েতনামের হো চি মিন সিটি, যার একিউআই স্কোর ২০১।
বিশেষজ্ঞদের মতে, একিউআই সূচক কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত— তা নির্দেশ করে এবং সেই অনুযায়ী মানুষের জন্য সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির মাত্রা বোঝায়।
একিউআই মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর হলে বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।
দূষিত বাতাসের কারণে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।