চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়মের দায়ে একটি চটপটি দোকানের স্বত্বাধিকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় শহরের কবরী রোড এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকি পরিচালিত হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শহরের কবরী রোড এলাকায় তদারকি করার সময় মেসার্স অহিদুল চটপটি হাউজ (ভাই ভাই ফুচকা হাউজ) নামক প্রতিষ্ঠানে বেশ কিছু গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্য সনদ নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে বাসি মুরগীর মাংস সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ দই বিক্রির উদ্দেশ্যে প্রদর্শণ ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যা। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অহিদুল ইসলামকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আদায় করা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও তিনি জানান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
জনস্বার্থে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।