Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল শুনানির প্রথম ঘণ্টায় ৫ জনের প্রার্থিতা বাতিল

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১২:০৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৪৮

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চতুর্থ দিনের মতো আপিল শুনানি চলছে। ছবি: সারাবাংলা

‎ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় ১২টি আপিলের শুনানি হয়েছে। এরমধ্যে ছয়টি আপিল মঞ্জুর হয়েছে এবং পাঁচটি আপিল নামঞ্জুর হয়েছে।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ আপিল শুনানি শুরু হয়।

শুনানিতে জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মন্ডলের দৈবচয়নের ভোটারদের গড়মিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমানের এক শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ৩০ কোটি টাকা ঋণখেলাপী থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া সই থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ার বেগমের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় কোনো সই না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

‎এ ছাড়া কুমিল্লা-৩ আসনে গনঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এখনও পর্যন্ত শুনানিতে অনুপস্থিত রয়েছেন।

‎আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সজীব গ্রুপ
১৩ জানুয়ারি ২০২৬ ১২:৩০

‎নিয়োগ দিচ্ছে ডিবিএল গ্রুপ
১৩ জানুয়ারি ২০২৬ ১২:২৩

আরো

সম্পর্কিত খবর