Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ হাজার পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার


১৭ জুলাই ২০১৮ ১৯:১২ | আপডেট: ১৭ জুলাই ২০১৮ ১৯:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ভুয়া এক সাংবাদিককে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুলাই) ভোরে তারেক জামাল (৪৮) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

নগরীর শাহ আমানত সেতু এলাকার গোলচত্বরে গ্রীণ লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

ওসি জানিয়েছেন, তারেক জামাল নিজেকে অপরাধ বিচিত্র নামে একটি পত্রিকার বিভাগীয় প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তার কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।

ওসি সারাবাংলাকে বলেন, জিজ্ঞাসাবাদে তারেক জামাল জানিয়েছেন-পরিবারের প্রয়োজনে তিনি ইয়াবা ব্যবসায় নেমেছেন। দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে তিনি ঢাকায় বিক্রি করছেন। পাঁচ হাজার ইয়াবা ঢাকায় নিয়ে বিক্রি করতে পারলে তার ৫০ হাজার টাকা লাভ হতো বলে জানিয়েছেন।

তারেক জামালের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর