Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ আগের ব্যবস্থায় ফিরে যাবে: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২০:১৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ২০:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: গণভোটে ‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ আবার পুরোনো ব্যবস্থাতেই ফিরে যাবে এবং ‘না’ ভোট পাস হলে যে শক্তি ক্ষমতায় আসবে, তা স্বৈরাচারী হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, এই গণভোট শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা ছিল সব রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, একটি বিশেষ দল পরিকল্পিতভাবে ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছে। কেন তারা ‘না’ বলছে এবং জনগণকে কী বার্তা দিতে চাচ্ছে, তা আজও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। তিনি বলেন, আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমরা আপনাদের অনুরোধ করব—গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। কারণ এটি কোনো দলীয় স্বার্থের বিষয় নয়, এটি দেশের ভবিষ্যৎ গঠনের প্রশ্ন।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে দেশকে অন্তত ৫০ বছর এগিয়ে নেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। এই সুযোগ নষ্ট হলে তার দায় ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ‘না’ ভোট পাস হলে যে শক্তি ক্ষমতায় আসবে, তা হবে স্বৈরাচারী এবং জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। তাই এবারের গণভোট বাংলাদেশের আগামী ৫০ বছরের পথচলার দিকনির্দেশনা দেবে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের বিষয়েও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বর্তমান সরকারের আমলেও আমরা প্রশ্নফাঁসের মতো অনিয়মের ঘটনা দেখেছি। এটি প্রমাণ করে যে পুরোনো ব্যবস্থায় ফিরে গেলে দুর্নীতি ও অনিয়ম আরও প্রাতিষ্ঠানিক রূপ নেবে। ‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ আবার সেই ব্যর্থ ও অনিয়মপূর্ণ ব্যবস্থায় ফিরে যাবে বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের পক্ষে সারাদেশে আজ থেকেই প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, জনগণকে সচেতন করতে এবং গণভোটের তাৎপর্য তুলে ধরতেই এই ক্যারাভ্যান কর্মসূচি পরিচালনা করা হবে।

বক্তারা বলেন, এই গণভোট কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়; এটি গণতন্ত্র, জবাবদিহিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার লড়াই। তাই দল-মত নির্বিশেষে সবাইকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর