অস্ত্র মামলায় এক আসামির ১০ বছরের কারাদণ্ড
১৭ জুলাই ২০১৮ ২১:১০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কোতয়ালী থানার একটি অস্ত্র মামলায় মো. কুদ্দুছ নামে এক আসামির ১০ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৭ জুলাই) বিকালে ঢাকার ৩ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।
এই মামলার আসামি আগে থেকে জামিনে ছিলেন। রায় ঘোষণার পর আদালত তার জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করেন। দণ্ডিত কুদ্দুছের বাড়ি বরিশাল জেলার কোতয়ালী থানাধীন সালনা গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ১৯ অক্টোবর ঢাকার কোতয়ালী থানাধীন বাবু বাজার ব্রিজস্থ রাস্তার পচ্মি পাশের একটি টংঘর থেকে আসামি কুদ্দুছকে .৩২ বোরের একটি রিভলবার এবং ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে পুলিশ।
ওই ঘটনায় কোতয়ালী থানার এসআই মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তের পর একই থানার উপ-পরিদর্শক (এসআই) ছায়েদুর রহমান ওই বছর ২ নভেম্বর ওই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০০৪ সালের ২২ আগস্ট আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে।
সারাবাংলা/এআই/এমও