জাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত
১৭ জুলাই ২০১৮ ২২:৩৯
।। জাবি করেসপন্ডেন্ট ।।
কোটা সংস্কার, আটককৃত আন্দোলনকারীদের মুক্তি দাবি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভাগের করিডোরে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবস্থানকালে দর্শন বিভাগের শিক্ষার্থীরা বলেন, রিমান্ডের নামে গ্রেপ্তার ছাত্রদের উপর অমানুষিক নির্যাতন করা হচ্ছে। কোটা সংস্কার না করে মামলা-হামলা করে শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। যতদিন পর্যন্ত এই দমন নিপীড়ন বন্ধ না হবে ততদিন ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।
এছাড়া একই দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বাংলা, দর্শন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, সরকার ও রাজনীতি, পদার্থবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিভাগের বেশ কয়েকটি ব্যাচের কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
সারাবাংলা/টিআই/এনএইচ