Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি


১৭ জুলাই ২০১৮ ২৩:২৯

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীকে হত্যার হুমকি দিয়ে একটি অডিও ক্লিপ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাবি সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, ১৭ জুলাই দুপুর ১২টা ১১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৭১৫৭৬৫xxx) ০০০০০০০০০ নম্বর থেকে একটি অডিও বার্তা আসে। এই অডিও বার্তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সেনাবাহিনী সদর দফতরের বরাত দিয়ে একটি পুরুষ কণ্ঠে এ অডিও বার্তাটি পাঠানো হয় বলে উল্লেখ করা হয় জিডিতে। এতে তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও একইসঙ্গে প্রক্টর এবং সহকারী প্রক্টরদের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সারাবাংলা’কে বলেন, এটি সরাসরি হত্যার হুমকি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, এটা যেন খতিয়ে দেখা হয়। আমরা দায়িত্ব পালনের মধ্যে আছি।

কারা হুমকি দিয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। আমার কোনো আশঙ্কা নেই।

সারাবাংলা/কেকে/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর