শিশুর ইটের আঘাতে শিশু খুন
১৮ জুলাই ২০১৮ ০৯:৪৭
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে এক শিশুর ইটের আঘাতে আলামিন হোসেন মুন্না (১০) নামে এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় সিজান (১১) নামের এর শিশুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুন্না সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আল মামুনের ছেলে। বর্তমানে সে খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পরিবারের সাথে থাকতো।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিহত মুন্নার সঙ্গে ১০-১২ দিন আগে এলাকার সিজান (১২) নামে এক শিশুর মারামারি হয়। এর জের ধরে বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় হাশেম মোল্লার নির্মাণাধীন বাড়িতে মুন্নাকে ডেকে নেয় সিজান। পরে ওই বাড়ির তৃতীয়তলায় তাকে ইট দিয়ে মাথা, নাক ও মুখে আঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করে।
মশিউর রহমান আরও জানায়, সিজানের সাথে আর কেউ ছিল কিনা। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ