ঢাকা: পোস্টাল ব্যালটে অনিয়ম ও বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই অবস্থান ও ঘেরাও কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে কথা বলছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সারাবাংলা
বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কমিশনের সামনে তিনটি প্রধান দাবি ও অভিযোগ তুলে ধরেন। ছাত্রদলের তিন দফা দাবিগুলো হলো-
- পোস্টাল ব্যালট: পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের ‘পক্ষপাতদুষ্ট’ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বাতিল করে নিরপেক্ষতা নিশ্চিত করা।
- কমিশনের স্বাধীনতা: বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীর চাপে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে স্বাধীন ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া।
- শাবিপ্রবি নির্বাচন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কমিশনের ‘বিতর্কিত’ প্রজ্ঞাপন প্রত্যাহার করা।
ঘেরাও কর্মসূচিতে ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, বর্তমান কমিশন একটি নির্দিষ্ট গোষ্ঠীর আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। তিনি বলেন, “শাবিপ্রবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ ছাত্র সংগঠনকে অনৈতিক সুবিধা দিতে নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করা হচ্ছে। সচিবালয় বা কমিশনে কাজ না থাকলেও একটি বিশেষ মহলের লোকজন সেখানে অবাধ বিচরণ করছে এবং প্রভাবে বিস্তার করছে।”

রাকিবুল ইসলাম আরও দাবি করেন, “চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে ছাত্রদল ভালো ফলাফল করছে। এই অগ্রযাত্রা রুখে দিতে এবং জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করতেই কমিশনকে ব্যবহার করা হচ্ছে।”

এ সময় প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশে ছাত্রদল নেতা বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব ‘সেটআপ’ ছাড়া একটি বিশেষ পক্ষ নির্বাচন করতে ভয় পায়। শাবিপ্রবিতে পাঁচ দিন নির্বাচন বন্ধ রেখে পুনরায় চালু করা এর বড় প্রমাণ। আজকের কর্মসূচির মাধ্যমে কমিশনকে সতর্ক করা হলো। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও প্রভাব বন্ধ না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ইসিসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।