Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের পর স্বামী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৮:২১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। ‍পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১৪ নম্বর রোডের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সালমা আক্তার (৩৮) নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। জসিম আগে চান্দগাঁও বাস টার্মিনালের সামনে স্বাধীনতা পার্কের ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন। বর্তমানে তিনি একটি সিকিউরিটি কোম্পানিতে কর্মরত আছেন। নিহত সালমার বাবার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, সাংসারিক বিভিন্ন বিষয়ে ঝগড়ার মধ্যে জসিম তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আমরা জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’

বিজ্ঞাপন

এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর