Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৭:১৮

যৌথ অভিযানে আটকসহ জব্দ অস্ত্র ও মাদক।

বাগেরহাট: খুলনার বাগমারায় যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেল ১৮ জানুয়ারি সকাল ৭টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকা থেকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাকিল আহমেদ (২০) এবং তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকদের তথ্যের ভিত্তিতে খুলনার বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা হতে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর