কুষ্টিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেলে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে রূপ নেয়। সেখানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই আমীর সাহেবের মৃত্যু হয়েছে। তাই এই মুহূর্তে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।’