সিলেট: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশিকালে ১০টি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান।
সোমবার (১৯ জানুয়ারি) ভোরে জৈন্তাপুরের ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পাখিটেকি করিচার ব্রিজের উত্তর পাশে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশিকালে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে একদল পুলিশ ফতেপুর ইউনিয়নের করিচার ব্রিজ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে। তল্লাশিকালে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুই যুবক চেকপোস্টের সামনে আসলে পুলিশ তাদের থামানোর জন্য সংকেত দিলে দুই আরোহী মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
এ সময় বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান এবং ১টি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) রাতে জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পয়েন্ট-২২ রাইফেল উদ্ধার করে।
এছাড়াও মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাটাগাং এলাকায় অভিযান চালিয়ে একটি টিনের ঘর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, উক্ত ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিদের পরিচয় সনাক্তসহ তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।