ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী প্রচার ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য দলটি প্রথাগত কোনো বড় দাতা বা করপোরেট গোষ্ঠীর ওপর নির্ভর না করে সাধারণ মানুষের কাছ থেকে ‘ক্রাউড ফান্ডিং’ বা গণতহবিলের মাধ্যমে অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ দেশের সর্বস্তরের নাগরিকদের প্রতি আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের এই রাজনৈতিক দলটির মূল শক্তি হলো সাধারণ মানুষ। নির্বাচনের মতো একটি ব্যয়বহুল ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ও সমর্থন প্রয়োজন।
তিনি বলেন, এনসিপির যেকোনো মনোনীত প্রার্থী কিংবা সরাসরি দলীয় তহবিলে এই অনুদান প্রদান করা যাবে। তিনি আরও বলেন, জনগণের অর্থে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে সাধারণ মানুষের প্রকৃত দাবি ও কণ্ঠস্বর জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।
তহবিল সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়, অর্থ সহায়তার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা বা সীমাবদ্ধতা রাখা হয়নি। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ তাদের সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ দান করতে পারবেন। স্বচ্ছতা বজায় রাখতে এই অর্থ সংগ্রহের প্রতিটি হিসাব জনগণের কাছে পরিষ্কার রাখা হবে বলেও দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। নতুন প্রজন্মের এই রাজনৈতিক দলটি মনে করে, স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে নির্বাচনী ব্যয়ের উৎসও স্বচ্ছ হওয়া প্রয়োজন। জনগণের সরাসরি বিনিয়োগে রাজনীতি পরিচালিত হলে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।