Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাসের রাজত্ব ভেঙে দিতে হবে : মানববন্ধনে ঢাবি শিক্ষক


১৮ জুলাই ২০১৮ ১৩:৪৪ | আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১৬:০১

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শিক্ষক-ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় ‘সম্মিলিত বিভাগের’ ব্যানারে এই মানববন্ধন থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও আন্দোলনকারীদের মুক্তি দাবি জানানো হয়।

এতে সংহতি প্রকাশ করে ঢাবি অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদী বলেন, শিক্ষার্থীদের ডাকে এখানে এসেছি। কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। নিজেদের ক্যাম্পাসে দাঁড়াতে তারা ভয় পাচ্ছে। এই ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। আমি শিক্ষার্থীদের বলবো, ত্রাসের রাজত্ব ভেঙে দিতে হবে। আমি আশা করি তারা মাঠে নেমে ত্রাসের রাজত্ব ভেঙে দিবে।’

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করে। এসব প্লাকার্ডে লেখা ছিল ‘শিক্ষকদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ‘ উদ্বেগ-উৎকণ্ঠায় আর কত দিন?’ ‘ স্বাধীনভাবে কথা বলাতে চাই’।মানববন্ধনে প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।

সারাবাংলা/কেকে/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর