Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫০

ঢাকা: দশ বছর মেয়াদি (অবশিষ্ট ৯.৮৩ বছরের জন্য রি-ইস্যু) বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের নিলাম আগামীকাল অনু‌ষ্ঠিত হবে।

সোমবার (১৯ জানুয়া‌রি) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিলামে মোট ৩,০০০ কোটি টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। বন্ডটির ইস্যু তারিখ ১৯ নভেম্বর ২০২৫ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১৯ নভেম্বর ২০৩৫। এতে কুপন হার নির্ধারিত রয়েছে ১০.৩৯ শতাংশ এবং সংশ্লিষ্ট আইএসআইএন নম্বর হলো BDD0935191108।

বাংলাদেশ ব্যাংক জানায়, ট্রেজারি বন্ডের এই রি-ইস্যু নিলাম হবে প্রাইস-ভিত্তিক। নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজেদের বিনিয়োগ কিংবা তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।

বিজ্ঞাপন

নিলামে অংশগ্রহণের জন্য অভিহিত মূল্য প্রতি ১০০ টাকার বিপরীতে কাঙ্ক্ষিত মূল্য ও ক্রয়ের পরিমাণ উল্লেখ করে ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই প্ল্যাটফর্মের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে পূর্বে অনুসৃত ম্যানুয়াল পদ্ধতিতে (সিল করা খামে বিড) দরপত্র দাখিলের সুযোগও রাখা হয়েছে। নিলামে অংশগ্রহণের বিস্তারিত পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পত্রযোগে জানানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫

আরো

সম্পর্কিত খবর