Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির জোট প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করবেন খালেদা জিয়ার ভগ্নিপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ০৮:৩৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৮:৩৮

ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোনের স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী। একই জোটের দুই প্রার্থীর এই অবস্থান ভোটের মাঠে বিভ্রান্তি তৈরি করেছে। ফলে আসনটির বিএনপির সাধারণ ভোটাররা এখনো রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে।

অপরদিকে, নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী খালেদা জিয়ার বড় বোনের ছেলে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলার এ দুই আসনে জিয়া পরিবারের দুই আত্মীয় তথা পিতা-পুত্রের ভোটের ময়দানে এমন লড়াই জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

জোটকে বিপাকে ফেলতে এবং নিজেদের আখের গোছাতে পিতাপুত্র নির্বাচনে এভাবে লড়াইয়ে নেমেছেন বলে ভোটারদের অভিমত। তারা কাকে ভোট দেবেন, বিএনপি জোটের প্রার্থী জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে না খালেদা জিয়ার ভগ্নিপতিকে। বিএনপির একটি অংশ জোট প্রার্থীর পক্ষে, আরেকটি অংশ স্বতন্ত্র প্রার্থী খালেদা জিয়ার ভগ্নিপতির পক্ষে।

জানা যায়, নীলফামারী-১ আসনটি জোট প্রার্থী জমিয়ত মহাসচিবকে ছেড়ে দেয় বিএনপি। এর ফলে, এই আসনে তাদের নির্ধারিত প্রার্থী তারেক রহমানের খালাতো ভাই রফিকুল ইসলামের ছেলে শাহরিন ইসলাম চৌধুরীকে নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী করা হয়।

এর ফলে তার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নীলফামারী-১ আসনে মনোনয়ন দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ওই এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন। তবে একাধিক ভোটারের তথ্যে অসংগতি পাওয়ায় তার মনোনয়ন বাতিল করেছিলেন জেলা রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন অধ্যাপক রফিকুল ইসলাম।

নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে গত ১৭ জানুয়ারি শনিবার তিনি প্রার্থিতা ফিরে পান। আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম ভোটে লড়ার ঘোষণা দেন। অধ্যাপক রফিকুল ইসলাম ২০১৮ সালে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন এই আসনে। এই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর বিরুদ্ধে লড়ছেন তিনি।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক রফিকুল ইসলাম জানান, প্রার্থিতা ফিরে পাওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে তিনি লড়বেন। প্রার্থিতা প্রত্যাহারের কোনো অবকাশ নেই। এটা তার প্রেস্টিজ ইস্যু বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর