ইউজিসি চেয়ারম্যানকে হত্যার হুমকি
১৮ জুলাই ২০১৮ ১৪:৫৯ | আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১৫:৩৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) নূর হোসাইন নামের এক ব্যক্তির বরাত দিয়ে কুরিয়ারে লিখিতভাবে এ হুমকি দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ জুলাই) সকালে গণমাধ্যমের কাছে ড. আব্দুল মান্নান বলেন, লিখিত ওই জিঠিতে আমাকে সরকারের দালাল এবং বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’-এর অন্যতম এজেন্ট বলে উল্লেখ করা হয়েছে। চিঠিটির ঠিকানার যায়গায় সাভারের নাম উল্লেখ রয়েছে। ওই চিঠি গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট (জিইপি) সার্ভিস ব্যবহার করে আমার অফিসে পাঠানো হয়।
এদিকে, ইউজিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় ইউজিসি’র নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডিতে ইউজিসি চেয়ারম্যানসহ ইউজিসি’র নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
সারাবাংলা/এমএস/টিআর