Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পত্তি আত্মসাতের মামলায় দেবীদ্বার উপেজলা চেয়ারম্যান গ্রেফতার


১৮ জুলাই ২০১৮ ১৫:৫৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : জাল দলিল তৈরি করে স্থাবর সম্পত্তি আত্মসাতের অভিযোগে কুমিল্লার দেবীদ্বারের উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে সিআইডির একটি বিশেষ টিম।

বুধবার (১৮ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগরের নিজ বাসা থেকে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নেতৃত্বে সিআইডির একটি টিম চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির পুলিশ সুপার বলেন, গত এপ্রিল মাসের ২৮ তারিখে আশুলিয়ার এসিল্যান্ড অফিস থেকে মো. আব্দুল হাকিম নামের এক ব্যক্তির কাছে একটি নোটিশ যায়। নোটিশে বলা হয় ওই ব্যক্তির মালিকানাধীন আশুলিয়া থানার পূর্ব নরসিংহপুর মৌজার একটি জমির নাম জারির জন্য রুহুল আমিন নামে এক ব্যক্তি এসিল্যান্ড অফিসে আবেদন করেছেন। নোটিশ পাওয়ার পর জমির মালিক এসিল্যান্ড অফিসে গিয়ে দেখেন তার জমিটির জন্য চারটি জাল দলিল তৈরি করে রুহুল আমিন তার মালিকানা দাবি করেছেন। এ ঘটনায় আব্দুল হাকিম ২৫ মে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ আরও বলেন, ’এ মামলাটি তদন্তভার পড়ে সিআইডির কাছে। পরে এটির তন্তদের দায়িত্ব আমার কাছে হস্তান্তর করা হয়। এরই পরিপ্রেক্ষিত আজ সকালে রুহুল আমিন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা।’

গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান সিআইডির এ কর্মকর্তা।

সারাবাংলা /এসএইচ/এসএমএন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর