Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জবি শিক্ষার্থী বহিষ্কার


১৮ জুলাই ২০১৮ ১৬:৩৮

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

জবি: ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় ফার্মেসি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী আকিব বিন বারীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

বুধবার (১৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জবি’র ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ২২ মার্চ জারি করা অফিস আদেশের মাধ্যমে ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব বিন বারীকে (আইডি # বি-১৩০৬০৬০২০) সময়িক বহিষ্কার করা হয়েছিল। একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- লিখিত জবাব চাওয়া হয়েছিল।

গত ২৮ মার্চ আকিব বিন বারী লিখিত জবাব দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তার জবাব গ্রহণযোগ্য হয়নি এবং জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এটি শিক্ষার্থী সুলভ আচরণ নয়, শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আকিব বিন বারীকে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর