Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএস নির্বাচনে হাসান বাবু-তমিজ উদ্দিন প্যানেল জয়ী


২৫ ডিসেম্বর ২০১৭ ১৮:৫৪

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে হাসান বাবু-তমিজ উদ্দিন প্যানেল ২০টি পদে জয়ী হয়েছেন।

গত শুক্রবার (২২ডিসেম্বর) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে দেশের তথ্য প্রযুক্তি বিষয়ক পেশাজীবীদের বৃহত্তম রেজিস্টার্ড সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০১৮-২০২০ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ম্যানেজমেন্ট কমিটির ৯টি পদের বিপরীতে ৬টি পদেই হাসান বাবু-তমিজ উদ্দিন প্যানেল জয়লাভ করে।

নির্বাচনে ভাপতি পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, মহাসচিব পদে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. তমিজ উদ্দিন ও ট্রেজারার পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স বিভাগের চেয়ারম্যান ড. লাফিফা জামালসহ ৬টি গুরুত্বপূর্ণ পদে ড. হাসানবাবু-তমিজ উদ্দিনের প্যানেল ‘ডিজিটাল স্কোয়াড’ সবচেয়ে জনপ্রিয় প্যানেল হিসাবে কম্পিউটার প্রফেশনালদের সমর্থন পেয়েছে।

বাকী ৩টি পদের মধ্যে ড. হাসান বাবু-তমিজউদ্দিন প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) পদে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার (আইসিটি) এস কে মো. জামিনুর রহমান, যুগ্ম মহাসচিব (অ্যাডমিন) পদে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিস্টেম এনালিস্ট আকতারুজ্জামান এবং যুগ্ম মহাসচিব (ফাইন্যান্স) পদে বাংলাদেশ পুলিশের প্রোগ্রামার ইঞ্জিনিয়ার এস কে রওনকুজ্জামান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও নতুন ঘোষিত কমিটিতে কাউন্সিলর পদে হাসান বাবু-তমিজউদ্দিন প্যানেল ২৫জন কাউন্সিলর প্রতিনিধির মধ্যে ১৩জন কাউন্সিলর প্রতিনিধি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

শুধুমাত্র রেজিস্টার্ড সদস্যরাই নির্বাচনে ভোট দেয়। তবে সব দল তাদের ফলাফল মেনে নিয়েছে বলেও জানিয়েছে বিসিএস নির্বাচন কমিশন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর