ঢাকা: বাংলাদেশের এক কোটিরও বেশি প্রবাসীর পাঠানো রেমিট্যান্সে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসী আয়ের লেনদেন সহজ করতে রোববার (২৫ জানুয়ারি) বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। এদিন পাউন্ড ও ইউরোর দাম বেড়েছে, তবে ডলারের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
মুদ্রবাজার সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের চাপ ও বৈশ্বিক বাজারের প্রভাবের কারণে পাউন্ড ও ইউরোর দর ঊর্ধ্বমুখী হয়েছে। অন্যদিকে, মার্কিন ডলার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
রোববারের (২৫ জানুয়ারি) মুদ্রার বিনিময় হার (টাকায়):
মুদ্রা ক্রয় বিক্রয়
ইউএস ডলার ১২১.৪০ ১২২.৭০
পাউন্ড ১৬৪.৭৭ ১৬৯.১৫
ইউরো ১৪২.৮৫ ১৪৬.৬১
জাপানি ইয়েন ০.৭৭ ০.৮০
অস্ট্রেলিয়ান ডলার ৮৩.৬৮ ৮৪.৬৫
হংকং ডলার ১৫.৫৭ ১৫.৭৪
বিশ্লেষকদের মতে, সামনে প্রবাসী আয় ও বৈশ্বিক মুদ্রাবাজারের গতিবিধির ওপর নির্ভর করে বিনিময় হারে আরও ওঠানামা হতে পারে।