Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাউন্ড-ইউরোর দাম বেড়েছে, ডলারে স্থিতিশীলতা


২৫ জানুয়ারি ২০২৬ ১৪:১৬

ঢাকা: বাংলাদেশের এক কোটিরও বেশি প্রবাসীর পাঠানো রেমিট্যান্সে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসী আয়ের লেনদেন সহজ করতে রোববার (২৫ জানুয়ারি) বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। এদিন পাউন্ড ও ইউরোর দাম বেড়েছে, তবে ডলারের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

মুদ্রবাজার সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের চাপ ও বৈশ্বিক বাজারের প্রভাবের কারণে পাউন্ড ও ইউরোর দর ঊর্ধ্বমুখী হয়েছে। অন্যদিকে, মার্কিন ডলার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

রোববারের (২৫ জানুয়ারি) মুদ্রার বিনিময় হার (টাকায়):

মুদ্রা                           ক্রয়                  বিক্রয়
ইউএস ডলার           ১২১.৪০          ১২২.৭০
পাউন্ড                      ১৬৪.৭৭          ১৬৯.১৫
ইউরো                       ১৪২.৮৫         ১৪৬.৬১
জাপানি ইয়েন               ০.৭৭                ০.৮০
অস্ট্রেলিয়ান ডলার    ৮৩.৬৮          ৮৪.৬৫
হংকং ডলার              ১৫.৫৭             ১৫.৭৪

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, সামনে প্রবাসী আয় ও বৈশ্বিক মুদ্রাবাজারের গতিবিধির ওপর নির্ভর করে বিনিময় হারে আরও ওঠানামা হতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর