গাজীপুর ও রংপুর মেট্রোপলিটনে প্রথম পুলিশ কমিশনার
১৮ জুলাই ২০১৮ ১৯:২৯ | আপডেট: ১৮ জুলাই ২০১৮ ২০:৫৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নবগঠিত গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে নবগঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে পদায়ন করা হয়েছে পুলিশ হেডকোয়াটার্সের ডিআইজি মো. আব্দুল আলীম মাহমুদকে।
বুধবার (১৮ জুলাই) রাষ্ট্রপতির নির্দেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমারের সই করা এক আদেশে তাদের নতুন পদায়ন হয়েছে। এর ফলে প্রথমবারের মতো মেট্রোপলিটন এলাকা দু‘টিতে পুলিশ কমিশনার নিয়োগ দেওয়া হলো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ জানিয়েছেন স্থানীয়রা। টঙ্গীর বাসিন্দা জাহাঙ্গীর আলম সারাবাংলা’কে বলেন, আমরা খুব খুশি। লোকজন আগের চেয়ে বেশি পুলিশি সেবা পাবে বলে আশা করছি।
রংপুর শহরের বাসিন্দা হুমায়ুন কবির সারাবাংলা’কে বলেন, মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় পুলিশের সেবা আগের চেয়ে ভালো হবে। অপরাধ প্রবণতা কমে আসবে। ফলে মানুষজন আরও শান্তিতে বসবাস করার সুযোগ পাবে— এমনটাই আমরা আশা করি।
সারাবাংলা/ইউজে/টিআর