সুনামগঞ্জ: সুনামগঞ্জে ঘোড়াকে হত্যা করার অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর থানা ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ফসলি জমি নষ্ট করার অপরাধে একটি ঘোড়াকে পা বেঁধে গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়। তবে এ ঘটনায় এক ব্যাক্তিকে এরই মধ্যে আটক করেছে সদর থানা পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি রতন শেখ বলেন, পশুর প্রতি এমন নির্মমতা খুব দুঃখজনক। তবে এই ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।