Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দখলবাজি-গুণ্ডামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের হুঁশিয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৭:১৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩৮

আল্লামা মামুনুল হক।

ঢাকা: দখলবাজি ও গুণ্ডামির রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আল্লামা মামুনুল হক বলেছেন, “আপনারা আপনাদের দলগুলো রিফরমেশন করুন। যারা মানুষকে ভয় দেখিয়ে ও জিম্মি করে রাজনীতি করে— সেসব চাঁদাবাজ ও মাস্তানদের বাদ দিয়ে শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্পষ্ট বার্তা দিয়েছে— এই দেশে আর গুণ্ডামির রাজনীতি চলবে না।”

ঢাকা–১৩ আসনে ১১দলীয় নির্বাচনি ঐক্যের রিকশা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা মামুনুল হকের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সোমবার (২৬ জানুয়ারি) ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়।
পদযাত্রা চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর প্রতি বলতে চাই— শহিদদের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকে, তবে মন থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকুন। উপরে উপরে ‘হ্যাঁ’ ভোটের কথা বলবেন, আর ভেতরে ভেতরে ‘না’ ভোটের প্রচার করবেন—এ ধরনের মুনাফিকির রাজনীতি আর চলবে না।”

দখল বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সরকারি খাস জমি দখল করে ভূমিদস্যুরা ভোগ করবে, আর আমাদের আগামী প্রজন্মের সন্তানেরা খেলার মাঠ পাবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইনশাআল্লাহ, এই দখল বাণিজ্য চলতে দেওয়া হবে না।”

পদযাত্রাটি মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসিলা, মেট্টো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাত মসজিদ হাউজিং প্রদক্ষিণ করে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী পদযাত্রা শেষে ঢাকা উদ্যানে এসে কর্মসূচি সমাপ্ত হয়। এ সময় আগামী ২৮ জানুয়ারি সকাল ১০টায় তৃতীয় দিনের ‘জাগরণী পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো