সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে ওয়েজখালী এলাকার হাসনরাজার তোরণ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীত করার অংশ হিসেবে কামারখাল কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সড়ক ও জনপথ অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ এই বিষয়টি নিশ্চিত করেন।
আশরাফুল হামিদ বলেন, সুনামগঞ্জে গত দুই মাস ধরে ৪ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণে কাজ চলছে। সেই প্রেক্ষিতে শহরের কামারখালে একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ ও সামির পল্লব কামারখালে কালভার্ট নির্মাণের পাশাপাশি যারা এই খালের উপর অবৈধ স্থাপনা তৈরি করে দখল করে রেখেছে তাদের দ্রুত উচ্ছেদ করে খালটি উদ্ধার করা জরুরি বলে আমি মনে করি।
আশরাফুল হামিদ আরও বলেন, শহরের কামারখালে একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। এই খালটি সচল রেখেই কালভার্টটি মূলত নির্মাণ করা হচ্ছে। সেই সঙ্গে কামারখাল আশে পাশের দখলকৃত স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে।