Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে অনলাইন জুয়ায় জড়িতের অভিযোগে গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩

অনলাইন জুয়ায় জড়িতের অভিযোগে গ্রেফতাররা।

নীলফামারী: নীলফামারীতে অনলাইন ক্যাসিনো জুয়ায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে সোমবার (২৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের একটি নির্মাণাধীন ভবনের কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার কাজে ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫ থেকে ৬ জন পালিয়ে যায়।

গ্রেফতাররা হলেন- মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৮), মোজাফফর হোসেনের ছেলে নূর হোসেন (৩৫), দুলু মিয়ার ছেলে রিজু ইসলাম রাতুল (২২), নিতাই গাংবেড় গ্রামের আঞ্জু মিয়ার ছেলে শাহিন আলম বক্তা (২৬), মৃত সিদ্দিকুলের ছেলে আব্দুল আজিজ (২২) এবং মজির আলীর ছেলে মানিক ইসলাম (২৮)।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি নির্মাণাধীন ভবনের কক্ষে কয়েকজন যুবক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাররা অনলাইন জুয়ায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর