Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী-৩: নুর-মামুনের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১০:০৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:০৭

পটুয়াখালী: দশমিনা উপজেলায় বিএনপির জোট প্রার্থী গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর ও বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এর নির্বাচনি কার্যালয়ে পালটাপালটি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে চর বোরহান ইউনিয়নের পাগলা বাজারে এ ঘটনা ঘটে। হামলার জন্য এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছেন। এ ঘটনায় হাসান মামুনের অনুসারী তিন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- রাকিবুল ইসলাম জুয়েল, রফিক ও রিফাত। আহতদের দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এসময় বেশ কিছু চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন পারভেজ বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আজ সলঙ্গা বিদ্রোহ দিবস
২৭ জানুয়ারি ২০২৬ ১১:২২

আরো

সম্পর্কিত খবর