Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটারদের মধ্যে আতঙ্ক কাজ করছে: ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৭

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য দেলাওয়ার হোসেন বলেছেন, মানুষের অভূতপূর্ব সারা পাওয়া যাচ্ছে। মানুষ বলছে আমরা ভোট দেবো। আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু ভোটাররা বলেছেন ভোট আপনাদের বুঝে নিতে হবে। আপনাদের সংরক্ষণ করতে হবে। ভোটারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও রোডের বালিয়াডাঙ্গী মোড়ে নির্বাচনি গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

জামায়াতের এই নেতা বলেন মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এখন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে হুমকি ধামকি দিচ্ছে। যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে সমস্যা আছে। ভোট দিবেন দাঁড়িপাল্লায় কিন্তু আমরা রেজাল্ট নিয়ে নেব, এমপি আমরা হয়ে গেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, গতকাল হরিহরপুর মাদরাসায় একটি জনসভা ছিল। সেখানে আমি দেখলাম মাদরাসা মাঠের চতুর্দিকে পয়েন্ট গুলোতে যুবদল, ছাত্রদল ও অংগ সংগঠনের নেতাকর্মীরা লোকজনকে, ভোটারদেরকে আসতে দিচ্ছে না। এ ধরনের পরিবেশ বিরাজমান থাকলে মানুষ ভোট দিতে যাবে না।

তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, প্রশাসন আমাদের বার বার আশ্বস্ত করছেন তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। ভোটারদেরকে নির্বাচনি মাঠে আসার জন্য পরিবেশ তৈরি করবেন কিন্তু গত দুই দিনে আমরা যেটা লক্ষ্য করলাম প্রশাসন ভোটারদের জন্য সে পরিবেশ তৈরি করতে পারেনি।

দেলাওয়ার বলে্‌ বিএনপির পক্ষ থেকে অব্যাহত ভাবে থ্রেট দেওয়া হচ্ছে। তবে আশার কথা হলো এতো থ্রেট, এতো হুমকি, এতো ভয় দেখানো হচ্ছে, তারপরে মানুষ সব কিছু অপেক্ষা করে গণসংযোগস্হলে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতাসহ তৃণমূল নেতাকর্মীরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আজ সলঙ্গা বিদ্রোহ দিবস
২৭ জানুয়ারি ২০২৬ ১১:২২

আরো

সম্পর্কিত খবর