Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১২:৫৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৪:২৪

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকার বায়ুমান আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২২০। এতে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২৫৬। সে তুলনায় আজ কিছুটা কমলেও দুই দিনের স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৯৯। দ্বিতীয় অবস্থানে সেনেগালের ডাকার (২৪৩), তৃতীয় মিশরের কায়রো (২২৯), চতুর্থ ভিয়েতনামের হেনোই (২২১)। ষষ্ঠ অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোইয়ারস্ক, যার স্কোর ২০১।

বিজ্ঞাপন

এ ছাড়া চীনের উহান (১৬৩), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬১) এবং থাইল্যান্ডের ব্যাংকক (১৫৮) শহরগুলোও দূষণের তালিকায় শীর্ষ দশে রয়েছে। এসব শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত।

বিশেষজ্ঞরা জানান, শীত মৌসুমে শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকায় বায়ুদূষণ বেড়ে যায়। ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। দীর্ঘ সময় এই মাত্রার দূষিত বাতাসে থাকলে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর