গ্রুপ পর্বের টানা ৪ জয়ে শীর্ষে থেকেই সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ দল। সুপার সিক্সের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে টানা ৫ম জয় পেল বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বের এই ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে আগামী টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুতে আগে ব্যাট করে বাংলাদেশ করে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ড থামে ১২৬ রানে। সুপার সিক্স পর্বে ৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৪ পয়েন্ট গ্রুপ পর্ব থেকে ক্যারি করা। অর্থাৎ গ্রুপ ‘এ’ থেকে ৪ জয়ে ৮ পয়েন্ট তুলে শীর্ষে থেকেই সুপার সিক্সে এসেছিল বাংলাদেশ। তাদের সঙ্গী হয়ে একই গ্রুপ থেকে সুপার সিক্সে এসেছে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। গ্রুপের ম্যাচে দুই দলকেই হারিয়েছিল বাংলাদেশ। ফলে তাদের সাথে জেতা দুই ম্যাচে ৪ পয়েন্ট ক্যারি করে সুপার সিক্সে এসেছে বাংলাদেশ।
ক্যারি করা পয়েন্টের সুবাদে বিশ্বকাপে এক পা দিয়েই ফেলেছিল বাংলাদেশ। এবার থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত বাঘিনীদের। বর্তমানে সুপার সিক্সে টেবিলের তলানিতে থাকা থাইল্যান্ডের পয়েন্ট ০। বাকি আছে দুই ম্যাচ, সেই দুই ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ৪। যদি আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র তাদের বাকি সব ম্যাচে হারে এবং থাইল্যান্ড তাদের বাকি সব ম্যাচ জিতে যায়, তখন বিশ্বকাপে যেতে পারবে থাই মেয়েরা। যদিও সেই সম্ভাবনা বেশ কম।
বর্তমানে বাংলাদেশের নেট রান রেট সবচেয়ে ভালো, ধনাত্মক ১.১৫০। যুক্তরাষ্ট্রের নেট রান রেট সবচেয়ে খারাপ, ঋণাত্মক ০.৯২৫। বাংলাদেশ সব ম্যাচ হারলেও আর যুক্তরাষ্ট্র সব ম্যাচ জিতলেও নেট রান রেটে বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থানে চলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে সেরা চারে থেকে অনায়াসেই বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ।
৫ দলের পয়েন্ট সমান ৬ করে হওয়া বাদে অন্য যেকোনো ফলেই সেরা চারে থেকে সুপার সিক্সের খেলা শেষ করবে বাংলাদেশ। বাছাইপর্ব থেকে বিশ্বকাপে যাবে সেরা ৪টি দলই। ফলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিতই।
বর্তমানে সুপার সিক্সে লড়ছে ছয় দল। সেরা চার দল পাবে আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট।