Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেপরোয়া ট্রাক কেড়ে নিল মাদরাসা ছাত্রীসহ ২ জনের প্রাণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৫৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:২৮

বড়তাকিয়া বাজারের জাহেদিয়া দাখিল মাদরাসার সামনে স্থানীয়দের ভিড়।

চট্টগ্রাম ব্যুরো: একসঙ্গে মাদরাসায় যাচ্ছিলেন তিন বোন। হঠাৎ বেপরোয়া গতিতে আসা ট্রাক চাপা দিল তিন বোনসহ আরও কয়েকজনকে। এক বোন ঘটনাস্থলেই প্রাণ হারালেন। একই ট্রাকের চাপায় প্রাণ গেছে আরও এক পথচারীর।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলার বড়তাকিয়া বাজারের জাহেদিয়া দাখিল মাদরাসার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে।

এ দুর্ঘটনায় জাহেদিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা মাশমুম (১৫) এবং এক পথচারী তরুণের মৃত্যু হয়েছে। ওই তরুণের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। খাদিজা মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা গ্রামের নাছির উদ্দিনের মেয়ে।

বিজ্ঞাপন

এছাড়া দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- নিহত খাদিজার বোন জাহেদিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্রী তোফিয়া তাবাসসুম (১৩) ও সপ্তম শ্রেণির উম্মে হাবিবা (১১) এবং পথচারী আবুল খায়েরসহ (৪০) ও অজ্ঞাত দুই ব্যক্তি। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদরাসার মূল ফটকের সামনেই চট্টগ্রামমুখী ট্রাকটি তিন বোনসহ পথচারীদের চাপা দেয়। একই ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটিকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এরপর ট্রাকটিও পুকুরে গিয়ে পড়ে।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে দুজনের মৃত্যুর বিষয় পুলিশ নিশ্চিত হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর