ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ২০০৩ সালে পুলিশে যোগদান করেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফাঁড়ির ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সহকর্মীদের ধারণা, মানসিক সমস্যা ও হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
জানা গেছে, মৃত্যুর আগে রাত ৩টা ২৫ মিনিটে বড় মেয়ের মোবাইল ফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে তিনি লেখেন, ”আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রাখিও।” এই ক্ষুদে বার্তা দেখে তার মেয়ে বারবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি।
যাত্রাবাড়ী থানার অফিস ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু সারাবাংলাকে বলেন, ‘ফাঁড়ির ওই টয়লেটটি সেভাবে ব্যবহার করা হয় না। সকালে ঝাড়ুদার সেটি পরিষ্কার করতে গিয়ে ওই কনস্টেবলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি দড়ি দিয়ে টয়লেটের ভেন্টেলেটরের সঙ্গে ফাঁস দিয়েছেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কনস্টেবল আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনে জানাজা শেষে মরদেহ গ্রামে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।