ঢাকা: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়া মাত্র আমাদের ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
এর আগেও, ২০২৪ সালের ১২ মার্চ উত্তরার ১১ নম্বর সেক্টরের কাচাবাজারে আগুনের ঘটনা ঘটে। সেইসময় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অনেক দোকান পুড়ে ছাই হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।