কুষ্টিয়া: কুষ্টিয়ায় ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা কালেক্টর চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কালেক্টর চত্তরে এসে সমাবেশ করে।
এ সময় বক্তারা দাবি করেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সরকার যদি তাদের দাবি না মানে তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন না তারা।
ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. সরাফত হোসেনের সভাপতিত্বে ও ৯ম জাতীয় পে- স্কেল বাস্তবায়ন কমিটির মুখ্য সম্বনয়ক মো. আবু বক্কর এর সঞ্চালনায় সমাবেশে জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।