Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনে পতন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৬:৩০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪

-ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: নতুন বছরের প্রথম মাসের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে (২৯ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ কমার কারণে এদিন লেনদেনও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সকালে সূচকের উর্ধবগতি দিয়ে শুরুর পর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৪ পয়েন্টে। যা এর আগের তিন কার্যদিবসের মধ্যে বুধবার ৩৪ পয়েন্ট, মঙ্গলবার ৬০ পয়েন্ট ও সোমবার ৮ পয়েন্ট বেড়েছিল।

বৃহস্পতিবার ডিএসই-তে ৫৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন হয়েছিল ৬৩৩ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৮৩ কোটি ৭১ লাখ টাকা বা ১৩ শতাংশ।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯২টির বা ২৩.৪১ শতাংশের। আর দর কমেছে ২৪৩টির বা ৬১.৮৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮টির বা ১৪.৭৬ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বৃহস্পতিবার ৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ১০৯টির এবং পরিবর্তন হয়নি ২২টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৬ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর