Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সিডিবিএল’র তালিকাভুক্তি পর্যালোচনার পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৭:২২ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান ‘সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড’ (সিডিবিএল)-কে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার বিষয়টি খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। তাই পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল সিডিবিএল তালিকাভুক্ত করা এবং সিসিবিএল-কে ডিএসই’র সাবসিডিয়ারি কোম্পানিতে রূপান্তর করা সংক্রান্ত।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিডিবিএল ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে সিডিবিএল-কে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি সিডিবিএলসহ সংশ্লিষ্টদের পর্যালোচনা করতে বলা হয়েছে। আর সিসিবিএল-কে ডিএসই’র সাবসিডিয়ারি কোম্পানিতে রূপান্তরের একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে প্রতিষ্ঠানটি এখন যেভাবে আছে সেভাবেই রাখার কথা বলা হয়েছে।

এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সিডিবিএল-এর কাজ বিশাল। এটা নিয়ে পর্যালোচনা করতে বলা হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জ একীভূত করার বিষয়ে যে গুঞ্জন- এ ধরনের কোনো কিছু আলোচনায় ছিল না।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, সিসিবিএলের বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটির বোর্ড ছোট করে কীভাবে ডিএসইর ম্যানেজমেন্টর সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বন্ড মার্কেটের উন্নয়ন কীভাবে করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। একটি ভালো কোম্পানি পুঁজিবাজারে আসা খুবই দরকার। যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, তাহলে সিডিবিবিএল তালিকাভুক্ত হবে।

সিসিবিএল-এর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, সিসিবিএল-এর শেয়ারহোল্ডিং পজিশন পরিবর্তন না করে, যেভাবে আছে সেভাবেই রাখার কথা বলা হয়েছে। বর্তমানে সিসিবিএল-এর শেয়ারের ৪৫ শতাংশ ডিএসই’র অনুকূলে আছে। বাকি শেয়ারের মধ্যে সিএসই ২০ শতাংশ, সিডিবিএল ১০ শতাংশ, ১২টি ব্যাংকের ১৫ শতাংশ এবং ১০ শতাংশ কৌশলগত বিনিয়োগকারী বা স্ট্রাটেজিক পার্টনারের কাছে রয়েছে।

সিএসই’র ব্যবস্থপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার বলেন, বৈঠকে সিডিবিএল-কে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আর সিসিবিএলকে ডিএসইর সাবসিডারি করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠক থেকে বলা হয়েছে সিসিবিএল এখন যেভাবে আছে, সেভাবেই থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর