Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডার কুইবেকে কনজারভেটিভ দলের প্রার্থী বাংলাদেশের রনী


১৯ জুলাই ২০১৮ ১২:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

কানাডার কুইবেক প্রদেশের আগামী সাধারন নির্বাচনে মেম্বার অব দ্য ন্যাশনাল অ্যাসেম্বলী বা এমএনএ প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তানভীর ইউসুফ রনী।

দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির কুইবেক শাখা থেকে রনীকে মনোনয়ন দেওয়া হয়। বিপুল সংখ্যক বাংলাদেশিসহ এশিয়ান দেশগুলোর একটা বড় অংশের বসবাস রনীর নির্বাচনী এলাকা লরিয়ের-ডরিয়ন।

সম্প্রতি অনুষ্ঠিতব্য কানাডার অন্টারিও প্রদেশের নির্বাচনে কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়। তারই ফলশ্রুতিতেতে অন্টারিওর মতো কুইবেক প্রদেশেও কনজারভেটিভের বিজয় জোয়ার হতে পারে বলে কানাডার নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন।

বিজ্ঞাপন

এক আনুষ্ঠানিক সংবাদ সন্মেলনের মাধ্যমে দলটির প্রধান নেতা আদ্রিয়েন পুলিয়ত রনীর নাম ঘোষণা করেন।

কানাডার মূলধারার রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি থেকে রনীর মনোনয়ন প্রকাশ করার পরই মন্ট্রিয়লের প্রবাসী বাংলাদেশিরা আশার আলো দেখতে শুরু করেছেন।

অন্টারিওর গত নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে ডলি বেগম বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করেন। তাই কানাডার কুইবেক প্রবাসী বাংলাদেশিরা রনীকে নিয়ে আশার আলো দেখছেন। অন্টারিও প্রদেশে সংখ্যাগরিষ্ঠ ভাবে কনজারভেটিভ পার্টি জয়লাভ করার পর এবার পার্শ্ববর্তী প্রদেশ কুইবেকের নির্বাচনী পালেও এই জয়ের হাওয়া বইবে বলে অনেকে আশা করছেন।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর