Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশজুড়ে যা ঘটছে সবকিছুর ইতি টানা দরকার: শিশির মনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১২:৪৭

নির্বাচনি প্রচারে জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির বলেছেন, সারাদেশে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে তা অনাঙ্ক্ষিত। যা কোনো ভাবে সাপোর্ট করি না। আমরা নিজেরাও করিনা কিংবা কেউ করুক সেটাও চাই না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নিজের নির্বাচনি আসনে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, ৫ আগস্টের পরে রাজনীতিতে যদি নতুনত্ব না থাকে তাহলে সেই পুরোনো কালচার আবার ফিরে আসবে। গতকালকে আমার নির্বাচনি এলাকায় যা ঘটেছে কিংবা সারাদেশে যা ঘটছে এসবের ইতি টানা দরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত আলোচনায় বসা দরকার। এমনকি নির্বাচন কমিশনের এই বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়া দরকার। যদি তা না পারে তাহলে রাজনীতিতে গুণগত পরিবর্তন বলতে তেমন কিছু আমরা প্রত্যাশা করতে পারি না। তাই আমি মনে করি দ্রুত এসব বন্ধ করা দরকার।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনি সহিংসতায় নেতৃত্বস্থানীয় লোকরা মৃত্যুবরণ করছে, এ কেমন রাজনীতি। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য সর্বক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান। একটি প্রচার অভিযানে প্রার্থী তার নিজস্ব চিন্তা ভাবনা তুলে ধরবে, এখানে অপ্রাসঙ্গিক বাঁধা দেওয়ার কিছু নেই। এইসব থেকে মুক্তি না পেলে নতুন জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিবে। আবার তাদেরকে রাস্তায় নামতে হবে। আবার একটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হবে।

বিজ্ঞাপন

রোজা ঘিরে বাজারে নেই অস্থিরতা
৩০ জানুয়ারি ২০২৬ ১২:২৯

নগদ-এ কাজের সুযোগ
৩০ জানুয়ারি ২০২৬ ১২:২২

আরো

সম্পর্কিত খবর