Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের সফর ঘিরে আবু সাঈদের বাড়ি ও এলাকায় নিরাপত্তা জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৫:৩৮

রংপুর: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে বিশেষ করে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহিদ আবু সাঈদের বাড়ি, কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) তারেক রহমান বিকেল পৌনে ৪টার দিকে পীরগঞ্জে পৌঁছে জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজখবর নেবেন। এরপর তিনি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

দলীয় সূত্র ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারেক রহমানের এই ভিআইপি সফরের অংশ হিসেবে পীরগঞ্জের বাবনপুর এলাকায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা টিম এবং সাদা পোশাকের নজরদারি বাড়ানো হয়েছে। কবরস্থানের চারপাশে ব্যারিকেড, টহল জোরদার এবং সম্ভাব্য জনসমাগম এলাকায় নিরাপত্তা চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বিজ্ঞাপন

এদিকে, বিএনপির নেতাকর্মীরা পীরগঞ্জ ও রংপুর নগরীতে পুরোদমে প্রস্তুত। জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনের ধানের শীষ প্রার্থী সাইফুল ইসলাম জানিয়েছেন, তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। তারা শহিদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নির্বাচনি প্রচারণায় নতুন গতি আনার আশা করছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘এই সফর রংপুর বিভাগে বিএনপির গণজোয়ারের প্রতীক। শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে তারেক রহমান জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকে স্মরণ করবেন, যা জনগণের মনে গভীর প্রভাব ফেলবে।’

স্থানীয়রা জানান, শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থান এলাকায় এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের সমাগম শুরু হয়েছে। তারা ফুল, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত। এই কর্মসূচি শেষে তারেক রহমান মাগরিবের নামাজের পর কালেক্টরেট ঈদগাহ মাঠে বক্তব্য দেবেন, যেখানে জায়ান্ট স্ক্রিন ও মাইকের মাধ্যমে পুরো শহরে সম্প্রচারের ব্যবস্থা রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর