Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: আবু সাঈদের বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৬:৫৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৭:৪৮

শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

রংপুর: জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। তারেক রহমান পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাত করবেন আজ।

মকবুল হোসেন বলেন, তিনি আশা করেন তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহিদদের আত্মত্যাগের ফল হিসেবে একটি উন্নত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করে বলেন, এতে জুলাই আন্দোলনের শহিদদের স্বপ্ন পূরণ হবে।

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, শহীদ আবু সাঈদের বাবার এই বক্তব্য উত্তরাঞ্চলে বিএনপির সমর্থনকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর