সরকারি তিতুমীর কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মোট ২৩ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন, যাদের মধ্যে অধিকাংশই নারী শিক্ষার্থী।
কর্মসূচির উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ। উদ্বোধনী বক্তব্যে তিনি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম. এম. আতিকুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিমল চন্দ্র দাস, তিতুমীর রেড ক্রিসেন্ট ইউনিটের ডেপুটি প্রফেসর ইনচার্জ ইব্রাহিম আহসান এবং দলনেতা মো. ওয়াহিদ ইসলাম অনিক।
রক্তদান কর্মসূচিতে চিকিৎসাসেবা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত বিভাগের মোটিভেশন অফিসার, মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মানবিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।