জাবিতে কোটা সংস্কারসহ ৪ দাবিতে মানববন্ধন
১৯ জুলাই ২০১৮ ১৩:৩৬
।। জাবি করেসপন্ডেন্ট।।
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে কোটার যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন জারি করাসহ চার দফা দাবিতে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- কোটা আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি, সন্ত্রাসী হামলার বিচার এবং এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দাতাদের শাস্তি নিশ্চিত করা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ বিষয়ে জাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক শাকিলুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই সরকার অবিলম্বে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করুক। আমাদের আর কোন ভাইয়ের ওপর যেন হামলা না হয়। আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
সারাবাংলা/এমএইচ