Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

তিতুমীর কলেজ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬ ২১:৫৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০১:৫৭

শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ প্রশাসন, শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলেয়া আকতার এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম. এম. আতিকুজ্জামান।

বিজ্ঞাপন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছাঃ জোহরা সুলতানা রুনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিক আয়োজন তত্ত্বাবধান করেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ বলেন, “সুস্থ দেহে সুস্থ মন”—এই নীতিকে সামনে রেখে শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা হচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতার প্রথম দিনে ছেলেদের ও মেয়েদের ১০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।

কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশে সরকারি তিতুমীর কলেজে প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর