ঢাকা: রাজধানীর ওয়ারীতে পাস্তা ক্লাব হোটেলে পিৎজা ওভেন বিস্ফোরণে ৮ কর্মচারী আহত ও দগ্ধ হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওয়ারী র্যাংকিং স্ট্রিট এলাকায় পাস্তা ক্লাব হোটেলের ২য় তলায় পিজ্জা ওভেন বিস্ফোরণে তারা আহত ও দগ্ধ হয়। সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল ও ঢামেক বার্ন ইউনিট নিয়ে যান।
আহত ও দগ্ধরা হলেন- জসিম (২৮), কামরুল (৩২), মোস্তফা (২৭) শাহ আলম (৩০)। ইউসুফ (২১) মেহেদী (৩০) আবির (২৪) ও সৌরভ (২৫)।
হাসপাতালে সহকর্মী কবির হোসেন বলেন, তারা সবাই পাস্তা ক্লাবের কর্মচারী। রাতে পাস্তা ক্লাবের দুইতলায় কাজ করছিল। এসময় ওভেন বিস্ফোরণে তারা দগ্ধ ও আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে সবাই হালকা আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা শেষে আবার বাসায় নিয়ে আসা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান রাতে ৮ জন দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে এসেছিল। সবাই প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছে।
এদিকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান বলেন, জানতে পেরেছি ওয়ারী পাস্তা ক্লাব রেস্টুরেন্টে ওভেন বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড ঘটে। এতে কয়েকজন আহত হলেও কারও অবস্থা গুরুতর নয়। দুইজন সামান্য দগ্ধ হয়েছেন এবং সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।