Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৮:৫৫

চাঁপাইনবাবগঞ্জ: বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের বিএনপি প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম এমন মন্তব্য করেছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) নিজের সংসদীয় আসনের নাচোল সদর ইউপির খেসবা গ্রামের সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। গণমানুষের মার্কা হচ্ছে ধানের শীষ। এদেশের গণমানুষের দল বিএনপি। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের সরকার। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমৃত্যু আপনাদের পাশে আছি।

তিনি বলেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি- বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। সবার জন্য স্বাস্থ্যসেবাই আমাদের নীতি, এই নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এলাকার কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। এ আসনের মানুষের বেকার যুবকের বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি করে তাদের কাজে লাগাবো।

বিজ্ঞাপন

নির্বাচনি প্রচার-প্রচারণার অংশ হিসাবে আমিনুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) সারাদিনব্যাপী নাচোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
৩১ জানুয়ারি ২০২৬ ১০:৫৩

আরো

সম্পর্কিত খবর