মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া থেকেই ঘটনার সূত্রপাত। শেষ পর্যন্ত এই ইস্যুতে টি-২০ বিশ্বকাপ থেকেই সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। উদ্ভূত এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে ও বিপক্ষে নানা মতামত দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। সাবেক ইংল্যান্ড ক্রিকেটার মার্ক বুচার বলছেন, বাংলাদেশের এই বয়কট পুরো ক্রিকেট বিশ্বে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে।
নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। অনেক আলোচনার পরেও শেষ পর্যন্ত তাদের রাজি করাতে পারেনি আইসিসি। শেষ পর্যন্ত নিজেদের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে না দেওয়ার কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাদের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্ট- এ টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের বাদ পড়াকে ‘চরম বিশৃঙ্খল পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছেন বুচার। এই পরিস্থিতির তুলনা টেনেছেন তিনি গত বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে ভারতের অস্বীকৃতি জানানোর সঙ্গে।
বুচার বলেন, ‘এই ধরনের ঘটনা অতীতেও অনেকবার ঘটেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্যা হয়েছিল এবং ফাইনালসহ ভারতের ম্যাচগুলো দুবাইয়ে খেলার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছিল। ক্রিকেটের ইতিহাসে আমরা অনেকবারই দেখেছি, এক বা অন্য দলকে জায়গা দিতে টুর্নামেন্টের কাঠামো পাল্টানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে হচ্ছে, সেটা আগে দেখা যায়নি।’
বুচারের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরিস্থিতি সবাই আগে থেকেই অনুমান করতে পেরেছিল, ‘আমার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একটা উদাহরণ তৈরি করেছে, সবাই আগেই আসলে বুঝতে পেরেছিল কী হতে যাচ্ছে, বিষয়টা এতটাই স্পষ্ট ছিল যে, যেন দূর মহাকাশ থেকেও দেখা যাচ্ছিল যে, এটাই হবে তাদের অবস্থান। সেই সময়ে আইসিসির একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল, তারা কি এখন থেকে আসলে যা হওয়া উচিত তাই করবে? এটি (বাংলাদেশের বাদ পড়া) একটি দৃষ্টান্ত, যা অনুসরণ করা উচিত বলেই মনে করি আমি।’
বুচার অবশ্য আইসিসির সর্বশেষ সিদ্ধান্তের সঙ্গে একমত, ‘যখন কোনো দল, সরকারি সিদ্ধান্তে বা নিজেদের কারণে হোক, যদি নিরাপত্তা শঙ্কা বা অন্য কোনো কারণে কোনো দেশে গিয়ে খেলতে না চায়, তখন তাদের বাদ দেওয়া উচিত। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরের দল সুযোগ পাবে এবং তাদের ছাড়াই এগিয়ে যেতে হবে। আমার মনে হয়, এটাই দৃষ্টান্ত হওয়া উচিত।’