নরসিংদী: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৪ বছরে রাজনৈতিক দলগুলো জনগণের একটা চাওয়াও পূরণ করতে পারেনি। তারা কেবল দেশকে চুরি-অর্থটাচার আর মায়ের বুক খালি করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধায় নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রেজাউল করিম আরও বলেন, নতুন করে আবারও উন্নয়ন আর শান্তির ফুলঝুরি দিচ্ছে, বাংলাদেশের মানুষ আর বোকা নয়, জনগণ তা বুঝে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, আর থোকায় ফেলা যাবেনা। আমরা একা নই, আল্লাহ ও জনগণ সাথে আছে। যারা দেশের এবং ইসলামের কল্যান চায় তারা ইসলামী আন্দোলনকে বেছে নিয়েছে। আগামী দিনে ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে আর কখনো কোন মায়ের বুক খালি হবেনা, দেশের টাকা বিদেশে পাচার হবে না। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বিজয়ী হলে এই দেশ হবে সোনার দেশ।
নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে নরসিংদীর বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীসহ কেন্দ্রয়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।