Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জাল ভোট কেনার অভিযোগ আমিনুল হকের

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৩:২১

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টাকা দিয়ে জাল ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণাকালে তিনি এসব অভিযোগ করেন। আমিনুল হক বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং এ বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বট বাহিনী’ ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তবে দেশের জনগণ এসব অপপ্রচার সম্পর্কে সচেতন। যারা মিথ্যাচার ছড়াচ্ছে, তাদের উপযুক্ত জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে অভিযোগ তুলে আমিনুল হক বলেন, তারা অর্থের বিনিময়ে জাল ভোট সংগ্রহের চেষ্টা করছে, যা নির্বাচন ও গণতন্ত্রের জন্য হুমকি।

নির্বাচনি অঙ্গীকার প্রসঙ্গে তিনি জানান, নির্বাচিত হলে নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যেসব পরিবার প্রতিদিন উচ্ছেদ আতঙ্কে থাকে এবং যারা সন্তানদের পড়ালেখা নিশ্চিত করতে পারছে না, তাদের জন্য শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ ছাড়া অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতাল স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবিক সমাজ গঠনে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর